Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn

খুলনা শহর থেকে খুলনা-যশোর মহাসড়ক ধরে পনের কিলোমিটার সামনে অগ্রসর হলেই হাতের ডানপাশে নজরে পড়বে জাহানাবাদ সেনানিবাস । সবুজ গাছ-পালায় সুশোভিত, ছায়া -সুনিবিড় আর পাখপাখালির কলতানে সদা মূখর এখানকার পরিবেশ। সেনানিবাসে অবস্থানরত সেনা সদস্য এবং স্থানীয় জনগণের সন্তানদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চত করার লক্ষ্যে ১৯৯৫ সালে বর্তমান কলেজ শাখা খোলা হয় । ১১ জন শিক্ষক নিয়ে কলেজটির যাত্রা শুরু হয় এবং ০৮ জানুয়ারি ১৯৯৬ সালে যশোর শিক্ষাবোর্ড থেকে একাডেমিক স্বীকৃতি লাভ করে । প্রতিষ্ঠিত হবার পর থেকেই এই প্রতিষ্ঠানের পাশের হার অত্যন্ত ভালো । ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত শিক্ষাবোর্ডে মোট ৬ জন শিক্ষার্থী সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করে । ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করে সেনাবাহিনী প্রধান এর ট্রফি অর্জন করার গৌরব লাভ করে । স্বনামধন্য এই প্রতিষ্ঠানে ২০১৬ সাল হতে কলেজ শাখার সাথে স্কুল শাখা চালু করা হয় ।


সভাপতি মহোদয়ের বাণী

 

জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম । এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশের জন্য সুনাগরিক গড়ে তুলে সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে । সেনানিবাসে কর্মরত সেনা সদস্যদের সন্তান-সন্ততি ও পোষ্যদের যুগোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে অন্যান্য সেনানিবাসের ন্যায় সরকারের জাতীয় শিক্ষানীতির আলোকে ১৯৯৫ সালে বর্তমান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা প্রতিষ্ঠিত হয় । সেনা সদস্যদের সন্তানদের পাশাপাশি বেসামরকি পরিবারের সন্তানদেরও শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেশের শিক্ষা কার্যক্রমে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজসমূহ বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম । বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের জন্য মানসম্পন্ন শিক্ষার পরিবেশ তৈরিতে প্রতিষ্ঠানটি তার সূচনালগ্ন থেকে সক্রিয় রয়েছে । আমি জেনে খুশি হয়েছি যে, বিশ্বের সাথে নিজেদেরকে পরিচিতি করতে তারা একটি ওয়েবসাইট চালু করেছে । তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে আরো সামনের দিকে এগিয়ে নিতে এই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে । একটি সম্ভাবনাময় এবং বিজ্ঞানমনোস্ক জাতি গঠনে এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রণী ভুমিকা পালন করবে- এ আমার বিশ্বাস।

ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি
সভাপতি
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
জাহানাবাদ, খুলনা

অধ্যক্ষের বাণী

 

জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মেধাবী, বিজ্ঞানমনস্ক এবং সুন্দর জাতি গঠনের লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য সশস্ত্র বাহিনীর একাডেমিক প্রতিষ্ঠানের মত এই প্রতিষ্ঠানটিও শিক্ষা দানের মহান ব্রতকে সামনে রেখে সরকারের জাতীয় শিক্ষানীতির আলোকে ১৯৯৫ সালে বর্তমান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা এর কলেজ শাখা প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার শুরু থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজনীতি, সন্ত্রাস ও ধুমপানমুক্ত। এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি সুশৃঙ্খল ও প্রগতিশীল শিক্ষার্থী গড়ে তুলতে দৃঢ় সংকল্প।

এই প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষগুলো সব আধুনিক সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত বৈজ্ঞানিক সরঞ্জামাদি সমৃদ্ধ। পাঠ পরিকল্পনা অনুযায়ী সহজ পদ্ধতিতে এবং শিক্ষার্থীদের উপোযোগী করে ক্লাসে পাঠদান করা হয়ে থাকে। নিয়মিত ক্লাস টেষ্ট, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা এবং টার্ম ও ইয়ার ফাইনাল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও অগ্রগতি মূল্যায়ন করা হয়ে থাকে।এখানে পাঠ্য বইয়ের পাশাপাশি সহশিক্ষামুলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার করা হয়ে থাকে। অবসর সময়ে পড়াশোনার সুবিধাসহ পত্রিকা, সাধারণ জ্ঞান ও পাঠ সহায়ক পুস্তক সমৃদ্ধ কলেজ পাঠাগার আছে।এখানে শ্রেণি শৃঙ্খলা ও ছাত্র-শিক্ষক সম্পর্ক চর্চা ছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে নিয়মিত কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক অনুষ্ঠান ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়ে থাকে। কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব, গণিত ক্লাব, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ স্পিকিং ক্লাব, লিটারেচার ক্লাব, ড্রইং ক্লাব ও সায়েন্স ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদেরকে বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশের উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করা হয়ে থাকে। প্রতি দুইমাস পর পর দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। ইতোমধ্যে কলেজের বার্ষিক ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ইংরেজি ও কম্পিউটার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়ে থাকে।

বিনামূল্যে তথ্য-প্রযুক্তির যুগে তথ্য-প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের জন্য অনিবার্য। যে কারণে বিশ্বের সঙ্গে প্রতিষ্ঠানটিকে পরিচিত করতে নিজস্ব ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটির মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে এবং নতুন নতুন জ্ঞান অন্বেষণ করতে পারবে। ধীরে ধীরে ওয়েবসাইটটির সংস্কার এবং এর তথ্য ভান্ডার আরো সমৃদ্ধ করা হচ্ছে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলার জন্য রয়েছে প্রশস্ত খেলার মাঠ। আমাদের উদ্দেশ্য পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সৎ, যোগ্য এবং আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা।

লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি

অধ্যক্ষ
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
জাহানাবাদ, খুলনা।

News and Events

...

ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৫


View Details ...

15 Sep, 2025

...

নতুন শিক্ষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান


View Details ...

14 Sep, 2025

...

প্রীতি ফুটবল ম্যাচ -২০২৫


View Details ...

10 Sep, 2025

Achievements

...

সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫


View Details ...

18 Sep, 2025

...

বিতর্কের মঞ্চে আমাদের গৌরবোজ্জ্বল সাফল্য


View Details ...

23 Aug, 2025

...

এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।


View Details ...

11 Aug, 2025

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com