দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুলনা ১১টি প্রতিযোগী দলের মধ্য থেকে স্কুল ও কলেজ উভয় বিভাগেই রানার্স-আপ হওয়ার সম্মান অর্জন করেছে।
আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের বিজয়ী শিক্ষার্থীরা গর্বের সাথে পুরস্কার, উপহার ও সনদ গ্রহণ করে, যা আমাদের প্রতিষ্ঠানের জন্য আরেকটি গৌরবময় অর্জন হিসেবে যুক্ত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বয়ক। এছাড়াও বিশিষ্ট কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষক ও উৎসাহী শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
আমাদের সকল বিজয়ী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং নিবেদিতপ্রাণ শিক্ষকদের প্রতি রইল অকৃত্রিম কৃতজ্ঞতা।
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com