Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।
এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

আসসালামু আলাইকুম।
আজ আমাদের প্রিয় প্রতিষ্ঠান জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনাতে অনুষ্ঠিত হলো এক অসাধারণ, গৌরবোজ্জ্বল ও আবেগঘন অনুষ্ঠান, এসএসসি-২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ও ইংরেজি ভার্সনের সেইসব মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানানো হয়, যারা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে এসএসসি ২০২৫-এ উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলা ভার্সনের ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন জিপিএ-৫.০০ অর্জন করেছে। যা প্রতিষ্ঠানটির এক যুগান্তকারী অর্জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি, সভাপতি, পরিচালনা পর্ষদ এবং স্টেশন কমান্ডার। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা রাসেল আল রাশিদ।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। আরবি শিক্ষক মেহেদী হাসান সূরা আলে ইমরানের আয়াত তিলাওয়াত করেন, যা পরিবেশে এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

এরপর উপস্থাপন করা হয় একটি প্রামাণ্যচিত্র। ড্রোন ক্যামেরায় ধারণ করা প্রতিষ্ঠানের নান্দনিক প্রেক্ষাপট, শ্রেণিকক্ষ, খেলার মাঠ, শিক্ষক ও শিক্ষার্থীদের চিত্র। দর্শকদের মনে এতে প্রবল গর্ব ও ভালোবাসার জন্ম দেয়।

অধ্যক্ষ মহোদয় তাঁর স্বাগত বক্তব্যে এসএসসি-২০২৫ ব্যাচকে আন্তরিক অভিনন্দন জানান এবং এই সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন।

অতঃপর শ্রেণি শিক্ষকবৃন্দ মোঃ ফাহাদ হোসেন, আব্দুল কালাম আজাদ, এবং মোঃ কামরুজ্জামান মঞ্চে এসে তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের অধ্যবসায় ও আত্মনিয়োগের কথা স্মরণ করেন এবং গর্বের সাথে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

বাংলা ও ইংরেজি ভার্সনের পক্ষ থেকে দুজন করে কৃতি শিক্ষার্থী আবেগঘন বক্তব্য রাখে। তারা শিক্ষক, অধ্যক্ষ এবং প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা জানায়, জীবনের সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করার জন্য।

সংবর্ধনার মূল পর্বে, কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অধ্যক্ষ মহোদয়। পবিত্র কোরআন শরীফ পাঠ সম্পন্নকারী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়। যা আমাদের প্রতিষ্ঠানের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা প্রতিফলিত করে।

শ্রেণি শিক্ষকদের নিষ্ঠাবান সেবার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গর্বের আরেকটি অনন্য মুহূর্ত আসে, যখন জাতীয় পর্যায়ে ৪৬তম বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন ইংরেজি ভার্সনের শিক্ষার্থী সামিউল কবির তাজ এবং বিজ্ঞান শিক্ষক মোরল মুসফিকুর রহমানকে সম্মাননা দেওয়া হয়। সামিউলের পারফরম্যান্স প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে দেশব্যাপী আলোড়ন তোলে।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রধান অতিথির অনুপ্রেরণামূলক ও আবেগঘন বক্তব্যে। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান। তাঁর কথায় অনুপ্রেরণা ও ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা মেলে।

এই অনুষ্ঠানটি ছিল একটি পরিপূর্ণ উদযাপন। যা নিষ্ঠা, পরিশ্রম, বিশ্বাস এবং সাফল্যের। জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর ইতিহাসে এটি একটি গর্বিত, গৌরবোজ্জ্বল দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

Photo Courtesy: JCPSC Photography Club, Khulna

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com