আসসালামু আলাইকুম,
বিদায় মানে যেনো বিচ্ছেদের এক কবিতা, যে কবিতা হৃদয়কে দুঃখ ভরাক্রান্ত করে, দু’চোখ হয় অশ্রুসজল । এই বিদায় কেবল ক্ষণিকের, আজীবনের জন্য নয় । হৃদয়ের স্মৃতিপটে তোমরা আমাদের হৃদয়ে থেকে যাবে। এই বিদায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজের অমিত সম্ভাবনা মেলে ধরার, নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়েনিজের জীবন গড়ার পদক্ষেপ। এই বিদায় নেওয়াটাও যোগ্যতার । দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে, পড়াশোনা করে তোমরা একেকটা ধাপ পার হয়ে আজ বিদায়ের ক্ষণে উপস্থিত হয়েছো, আরো সামনের দিকে এগিয়ে যাবার জন্য।
কলেজে প্রতিটি মুহুর্তে তোমাদের স্পর্শ লেগে আছে, এই কলেজ প্রাঙ্গন তোমরা ভরিয়ে রেখেছিলে তোমাদের সবার উপস্থিতির মাধ্যমে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিভার মাধ্যমে। এই কলেজকে তোমরা গর্বিত করেছো, সম্মানিত করেছো আমাদের সকলকে ।
জীবনে সব সময়ই বড় স্বপ্ন দেখবে এবং সেটা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবে দেখবে তোমরা অনেক দূর এগিয়ে গেছো । তোমাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শুভ হোক তোমাদের আগামীর পথ চলা।
তারিখ: ২৪ জুন ২০২৪
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com