Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
শ্রদ্ধেয় অধ্যক্ষ লেঃ কর্নেল মোস্তফা রাসেল আল রশীদ স্যার
শ্রদ্ধেয় অধ্যক্ষ লেঃ কর্নেল মোস্তফা রাসেল আল রশীদ স্যার

শ্রদ্ধেয় অধ্যক্ষ লেঃ কর্নেল মোস্তফা রাসেল আল রশীদ স্যারের বিদায় সংবর্ধনা।

আসসালামু আলাইকুম, 
গত ১৬ জুলাই ২০২৫, সোমবার, জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ইতিহাসে এক আবেগঘন দিন। আমাদের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোস্তফা রাসেল আল রশীদ স্যারকে বিদায় জানানো হলো গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং অসীম কৃতজ্ঞতার সঙ্গে।

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন,
“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”
ঠিক তেমনি, শিক্ষার্থীদের চোখে জল, শিক্ষকদের হৃদয়ের ব্যথা, আর ক্যাম্পাসের প্রতিটি কোণে ছিল স্যারের না ফেরার প্রতিচ্ছবি। অথচ বিদায় বলতেই হলো, কারণ এটাই নিয়ম। কিন্তু স্যারের অবদান, স্মৃতি ও শিক্ষার আলো কখনোই এই প্রতিষ্ঠান ছেড়ে যাবে না।

স্যার শুধু একজন প্রশাসক ছিলেন না। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা, আদর্শ অভিভাবক এবং মানবিক শিক্ষানুরাগী। তাঁর হাত ধরেই কলেজ ক্যাম্পাস পেয়েছে লাইব্রেরি, অডিটোরিয়ামসহ আধুনিক সুযোগ-সুবিধা। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও বাস্তব জীবনের পাঠ দিয়েছেন, মন দিয়ে শুনেছেন তাদের সমস্যার কথা, এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন সমাধানের।

প্রতিটি শ্রেণিকক্ষে যেয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় যে আবেগমাখা দৃশ্য সৃষ্টি হয়েছিল, তা ছিল সত্যিই হৃদয়স্পর্শী। শিক্ষার্থীরা ছোট ছোট উপহার আর চিরকুটে স্যারের প্রতি তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে, আর স্যার সেই ভালোবাসায় আবেগে ভেসেছেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক অনবদ্য বিদায় সংবর্ধনা ও নৈশভোজ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান পরিণত হয় এক স্মরণীয় সন্ধ্যায়। সম্মানিত শিক্ষক কুদরতী এ মান্নান স্যার তাঁর বক্তব্যে কৃতজ্ঞতা আর বিদায়বেদনার অনুপম সমন্বয় তুলে ধরেন। এরপর মানপত্র পাঠ করেন মোসাঃ শাহনাজ পারভীন ম্যাম এবং মানপত্র পাঠ শেষে বিদায়ী অধ্যক্ষ স্যারের হাতে তুলে দেন।

নবনিযুক্ত  অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসসি স্যার তাঁর বক্তব্যে বিদায়ী অধ্যক্ষের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি একটি শক্ত ভিত্তি রেখে গেছেন, যেখান থেকে প্রতিষ্ঠান আরও দূর এগিয়ে যাবে।

সব শেষে, বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ স্যার। স্মৃতির ঝাঁপি খুলে তিনি আমাদের সঙ্গে ভাগ করে নেন তাঁর এই দীর্ঘ পথচলার আনন্দ-বেদনার মুহূর্তগুলো। তাঁর কণ্ঠে ছিল গর্ব, ছিল ভালোবাসা, আর ছিল শিক্ষার প্রতি অগাধ আস্থা।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন—
"খায়রুন্নাসি আনফাআহুম লিন্নাস"
“তোমাদের মধ্যে উত্তম সে, যে মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে।” (হাদীস: আল-মুজামুল আওসাত)

আমাদের স্যার ছিলেন তেমনই একজন মহৎ মানুষ, যিনি মানুষ গড়ার কারিগর হয়ে থেকে গেছেন চিরস্মরণীয়। তাঁর অবদান আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি ইট-পাথরে, প্রতিটি সাফল্যের গল্পে, প্রতিটি শিক্ষার্থীর মননে অম্লান হয়ে থাকবে।

উইলিয়াম শেক্সপিয়ারের একটি চরণে বলা আছে: 
“As long as we do breathe and eyes can see, thy memory shall live eternally.”
“যতদিন আমরা শ্বাস নিই এবং চোখে দেখতে পাই, ততদিন আপনার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।”

স্যার, আপনি বিদায় নিলেও, আমাদের হৃদয়ে এই প্রতিষ্ঠানের ইতিহাসে এবং ভবিষ্যতের প্রতিটি সোনালি প্রভাতে আপনি থাকবেন চিরঞ্জীব। আপনার পথচলা হোক সমৃদ্ধ, শান্তিময় ও কল্যাণময়।

Photo Courtesy: JCPSC Photography Club, Khulna

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com