Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
আধুনিক ল্যাবরেটরি
আধুনিক ল্যাবরেটরি

আমাদের প্রতিষ্ঠানে প্রতিটি বিজ্ঞান বিষয়ের জন্য পৃথক ও সুসজ্জিত ল্যাবরেটরি রয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞানের জন্য আলাদা আলাদা ল্যাবরেটরি থাকায় শিক্ষার্থীরা প্রতিটি বিষয়ে হাতে-কলমে ব্যবহারিক শিক্ষা লাভের সুযোগ পায়। ল্যাবগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সযত্নে সংরক্ষিত থাকে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও কার্যকর পরিবেশে প্র্যাক্টিক্যাল কার্যক্রম সম্পন্ন করতে পারে।

প্রত্যেকটি ল্যাবরেটরিতে ল্যাব সহকারী সর্বদা উপস্থিত থাকেন, যিনি শিক্ষার্থীদের যন্ত্রপাতি ব্যবহারে সহযোগিতা করেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন। এছাড়া সহকারী অধ্যাপক/অধ্যাপিকা স্বয়ং ব্যবহারিক ক্লাস পরিচালনা করেন, যাতে শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞানকে বাস্তব প্রয়োগের মাধ্যমে আরও স্পষ্টভাবে বুঝতে পারে।

এইভাবে ল্যাবরেটরিভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলে, তাদের গবেষণামুখী চিন্তা-চেতনার বিকাশ ঘটায় এবং ভবিষ্যতের উচ্চতর শিক্ষার জন্য দৃঢ় ভিত্তি তৈরি করে।
 

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com