আসসালামু আলাইকুম,
আজ ১৮ জুন ২০২৫, বুধবার, এক আবেগঘন পরিবেশে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এ অনুষ্ঠিত হলো এইচএসসি-২০২৫ ব্যাচের বিদায় অনুষ্ঠান। শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তির এই দিনে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানাতে কলেজ পরিবার একত্রিত হয়েছিল ভালোবাসা, স্মৃতি আর অনুপ্রেরণার এক পরিপূর্ণ পরিবেশে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্ণেল মোস্তফা রাসেল আল রশীদ স্যার।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করেন একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব মুন্সি। পরবর্তীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক এম এম আসলাম উদ্দিন স্যার এবং শ্রেণী শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক মোসাঃ শাহনাজ পারভীন ম্যাম।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আ খ ম আলিম বিন শিহাব। বিদায়ী শিক্ষার্থীরা কলেজে কাটানো তাদের স্মৃতিময় মুহূর্তগুলো স্মরণ করে আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।
সম্মানিত অধ্যক্ষ স্যার এইচএসসি-২৫ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে এ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষা সংক্রান্ত দিকনির্দেশনা ও উপদেশ, কলেজের নাম সংবলিত কলম এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ সহ কলেজের লোগো সংবলিত একটি করে ফাইল তুলে দেন।
সম্মানিত অধ্যক্ষ স্যার তার সমাপনী বক্তব্যে কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে প্রকৃত সফলতা কি হওয়া উচিত এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং তাদের সফল ও সমৃদ্ধ জীবন কামনা করেন।
সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ রুহুল কুদ্দুস স্যার এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিষয়ের সহকারী শিক্ষক এস এম পারভেজ আহমেদ স্যার।
এই বিদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি এক নতুন যাত্রার সূচনা। প্রিয় এইচএসসি-২০২৫ ব্যাচ, তোমাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। তোমাদের আগামীর পথচলা হোক সাফল্যমণ্ডিত ও সমৃদ্ধ।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com