Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি- ২০২৫
বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি- ২০২৫

আসসালামু আলাইকুম, 
আজ ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ  এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল শিক্ষার্থীদের চোখের স্বাস্থ্য রক্ষা, দৃষ্টিজনিত সমস্যা সনাক্তকরণ এবং নিয়মিত চোখের পরীক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে, এবং অভিভাবকরা উপস্থিতি নিশ্চিত করেন। একটি দক্ষ চিকিৎসক দল বিশদ চক্ষু পরীক্ষা পরিচালনা করেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পরবর্তী চিকিৎসার পরামর্শ দেন।

২৪২ জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্য ২৩১ জন শিক্ষার্থীর দৃষ্টি স্বাভাবিক পাওয়া গেছে। ১১ জন শিক্ষার্থীর চোখের ত্রুটি পরিলক্ষিত হয়েছে। যার মধ্যে ৮ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হবে। এবং বাকি ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

এই ধরনের কর্মসূচি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে। সম্মানিত অধ্যক্ষ স্যার চিকিৎসক দলের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের ক্রেস্ট উপহার প্রদান করেন।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতি আমাদের কৃতজ্ঞতা, যারা মানবতার সেবায় তাদের অসাধারণ অবদান রেখেছেন। এই উদ্যোগটি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রকাশ এবং শারীরিক স্বাস্থ্যকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গুরুত্ব দেওয়ার দৃষ্টান্ত হয়ে থাকবে।
 

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com