আসসালামু আলাইকুম,
বিদায় সব সময়ই কষ্টকর। বিদায় কখনো মধুর হয় না। আমাদের জীবনভরই যা জমা থাকে তা শুধু বিদায়ের স্মৃতি।
আজ থেকে আমরা আমাদের অনেক পছন্দের একজন সহকর্মীকে আর আমাদের সঙ্গী হিসেবে পাবো না। তিনি আমাদের সকলকে ছেড়ে, তার প্রিয় কর্মস্থল থেকে অবসর গ্রহণ করছেন।
জনাব মোঃ মনজুর কাদির স্যার, আপনি আমাদের প্রতিষ্ঠানে ২৮ বছর ধরে শিক্ষকতা করেছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে আপনি কেবল একজন দক্ষ শিক্ষক ছিলেন না, বরং শিক্ষার্থী সহ আমাদের সকলের জন্য একজন প্রিয় অভিভাবক হয়ে উঠেছিলেন। আপনার হাসিখুশি মুখ, ইতিবাচক মনোভাব, এবং সহায়তাকারী হাত সবসময় শিক্ষকতা ও কাজের প্রতি আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে।
আপনার জ্ঞান এবং দক্ষতা আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত মূল্যবান ছিল। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং সততা আমাদের সকলের জন্য অনুকরণীয়। সৎ এবং নিষ্ঠার সাথে এতবছর যাবত কাজ করে প্রতিষ্ঠানের জন্য যা যা অর্জন করেছেন তা অভাবনীয়।
আপনি কেবল একজন ভালো শিক্ষক ছিলেন না, বরং একজন ভালো মানুষও ছিলেন। আপনার উদারতা, সহানুভূতি, এবং অন্যের প্রতি সহায়তার মানসিকতা আমাদের সকলকে মুগ্ধ করেছে।
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com