আজ আমাদের কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ লে. কর্নেল মো. মশীহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি খুলনার বিভিন্ন বিশিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতের মাধ্যমে পারস্পরিক পরিচিতি, মতবিনিময় এবং পেশাগত সম্পর্ক জোরদারের সুযোগ সৃষ্টি হয়।
দিনব্যাপী তিনি সাক্ষাৎ করেন—
1. ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি, চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।
2. ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল আলম, (এন), পিসিজিএম, অধ্যক্ষ, নেভি স্কুল অ্যান্ড কলেজ, খুলনা।
3. কমান্ডার মাহবুব-ই-জামান, অধ্যক্ষ, নেভি এ্যাংকোরেজ স্কুল অ্যান্ড কলেজ, খুলনা।
4. লে. কর্নেল মো. কামরুল ইসলাম, বিডিজিবিএম, পিএসসি, রেজিমেন্ট কমান্ডার, বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট, শিরোমনি, খুলনা।
5. লে. কর্নেল মুনির আব্বাস, পিএসসি, অধ্যক্ষ, খুলনা পাবলিক কলেজ।
প্রতিটি সাক্ষাতে শিক্ষা, শিক্ষার্থীদের উন্নয়ন ও সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সবাই নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে শিক্ষা ও সমাজের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই সাক্ষাতসমূহ পারস্পরিক অংশীদারিত্বের মনোভাব এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়, যা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও পরিদর্শনকৃত প্রতিষ্ঠানসমূহের শিক্ষা মিশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com