আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা- এর অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি স্যার। এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলে গভীর শ্রদ্ধা ও ভালবাসার সাথে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে স্মরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়, যা পুরো পরিবেশকে আধ্যাত্মিক আবহে ভরে তোলে। এরপর ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ রুহুল কুদ্দুস স্যার মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি নবীজির দয়া, মানবতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও সহমর্মিতার বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
এরপর হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা তাদের সুমধুর কণ্ঠে হামদ-নাত পরিবেশন করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও আবেগঘন করে তোলে। শিক্ষার্থীদের কণ্ঠে মহানবী (সা.)-এর প্রশংসা পরিবেশকে এক অনন্য আবেশে ভরিয়ে দেয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি স্যার। পুরস্কার বিতরণের সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, অংশগ্রহণ এবং নৈতিক উন্নতির প্রতি উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় মহানবী (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, নবীজির জীবন হলো আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। শিক্ষার্থীদের তিনি আহ্বান জানান যেন তারা মহানবী (সা.)-এর আদর্শকে হৃদয়ে ধারণ করে সৎ, নৈতিক এবং মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের জীবন গড়ে তোলে।
সবশেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়, যা পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ রুহুল কুদ্দুস স্যার। মোনাজাতে দেশ, জাতি, শিক্ষার্থী এবং পুরো মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com