📊 একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল উপস্থাপন ও করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।
📅 তারিখ: ০৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার
২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৫ এর জোনভিত্তিকফ এবং শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির হার আজ সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি মহোদয়ের নিকট উপস্থাপন করা হয়।
ফলাফল উপস্থাপন করেন বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শ্রেণি শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সকল বিষয় শিক্ষকগণ।
সভায় বার্ষিক পরীক্ষার ফলাফলের সার্বিক চিত্র বিশ্লেষণ করা হয় এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফলের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
সভার শেষাংশে অধ্যক্ষ মহোদয় ফলাফলের বর্তমান চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও নির্দেশনা দেন, শীঘ্রই অভিভাবক সমাবেশ আয়োজন করে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল শুধুমাত্র অভিভাবকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।
আমরা বিশ্বাস করি, ছাত্র, শিক্ষক ও অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে আরও ভাল করবে ইনশাআল্লাহ।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com