আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা-তে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ একটি সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি স্যার। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। পরে অভিভাবকবৃন্দ সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রতিটি শ্রেণির শিক্ষকগণ স্ব-স্ব শ্রেণির পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন এবং শিক্ষার্থীদের সাফল্য ও দুর্বলতার দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় অভিভাবকদের সাথে খোলামেলা প্রশ্নোত্তর, মতবিনিময় ও পরামর্শ গ্রহণ করা হয়।
অধ্যক্ষ মহোদয় প্রতিটি শ্রেণির প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন, যা শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি ভবিষ্যতেও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের জন্য আরও ইতিবাচক ও মানসম্মত পরিবেশ সৃষ্টির অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ শেষে অভিভাবকদের শিক্ষার্থীদের উত্তরপত্র দেখানো হয়, যাতে তারা সরাসরি তাদের সন্তানদের একাডেমিক পারফরম্যান্স ও অগ্রগতি মূল্যায়ন করতে পারেন।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com