ঢাকায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষদের প্রাথমিক পরিচিতি ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ ২০২৫। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা-এর সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ মাসিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি স্যার।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অধ্যক্ষদের নেতৃত্বের গুণাবলি আরও সমৃদ্ধ করা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় তাদের দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে সমস্যা সমাধানে সক্ষমতা অর্জনের সুযোগও পান।
অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রতিটি সেশনে অধ্যক্ষবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আলোচনার পাশাপাশি ব্যবহারিক সমস্যা সমাধান কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজের গভর্নিং বডির মাননীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল রেজওয়ান, এনডিসি, পিএসসি। তিনি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ নেতৃত্বে এ প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি স্মরণীয় গ্রুপ ফটো সেশনের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com