আসসালামু আলাইকুম,
একটি শিক্ষাপ্রতিষ্ঠান তখনই সাফল্যের পথে এগিয়ে যায়, যখন সেই প্রতিষ্ঠানের শিক্ষকরা পেশাগত দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ হন। সেই লক্ষ্যকে সামনে রেখে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (বাংলা ও ইংরেজি ভার্সন)-এ অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী একটি অসাধারণ কর্মশালা “Train the Trainers”.
উৎসবমুখর উদ্বোধন:
কর্মসূচির সূচনা হয় সূরা আলে-ইমরান (আয়াত ১৯০–১৯১) থেকে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা রাসেল আল রশিদ, পিবিজিএমএস, অর্ডন্যান্স অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মচারিদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রশিক্ষককে পরিচয় করিয়ে দিয়ে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরপর তিনি বাংলা ও ইংরেজি ভার্সনের নবনিযুক্ত শিক্ষক ও কর্মচারীদের আন্তরিকভাবে গ্রহণ করে প্রতিষ্ঠান পরিবারের নতুন সদস্য হিসেবে স্বীকৃতি দেন.
মূল বক্তব্যে মনস্তত্ত্ব ও মানবিকতা:
মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. খানজাহান আলী। যিনি একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট (SME) ও পিএইচডি গবেষক। তিনি শিক্ষাদানের মানবিক ও মনস্তাত্ত্বিক দিক নিয়ে অসাধারণ বক্তব্য উপস্থাপন করেন, যা উপস্থিত সবার চিন্তার খোরাক জোগায়।
"গল্পকথন" প্রাণের মিলনস্থল:
প্রথম সেশনের শেষে উদ্ভোধন করা হয় নবনির্মিত প্রাকৃতিক ও নান্দনিক বিশ্রামস্থান “গল্পকথন”। সেখানে সবাই একত্র হয়ে চা-নাস্তা উপভোগ করেন এবং অফিশিয়াল পরিবেশের বাইরে এক ঘনিষ্ঠ বন্ধন তৈরি হয় সহকর্মীদের মধ্যে।
দ্বিতীয় পর্বে শ্রেণিকক্ষে নৈতিকতা ও আচরণ:
সম্মানিত অধ্যক্ষ স্যার দ্বিতীয় সেশনে শ্রেণিকক্ষে শৃঙ্খলা, শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ ও ইতিবাচক শেখার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
নামাজের বিরতির ও দুপুরের খাবারের পর প্রশিক্ষক পরিচালিত বিভিন্ন বিষয়ের ইন্টার্যাকটিভ সেশন শিক্ষক-শিক্ষিকাদের মনোজগতে আলোড়ন তোলে। এই অংশে শিক্ষকরা শেখেন কীভাবে একজন শিক্ষকের মনস্তাত্ত্বিক উপলব্ধি তার ক্লাসরুম নেতৃত্বে প্রভাব ফেলে।
প্রতিক্রিয়া ও পুরস্কার প্রদান:
নবনিযুক্ত ইংরেজি ভার্সনের দুইজন শিক্ষক দিনব্যাপী অভিজ্ঞতা নিয়ে তাদের ইতিবাচক প্রতিক্রিয়া জানান। এরপর অংশগ্রহণকারী সবার মাঝে সনদপত্র বিতরণ করেন সম্মানিত অধ্যক্ষ স্যার।
বিশেষ সম্মাননা:
ধর্মীয় ও নৈতিক শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম পরিচালনা, বিএনসিসি'র প্রসার, নতুন গ্রন্থাগার গঠন, শিক্ষার্থীর একাডেমিক উৎকর্ষ, ভিজ্যুয়াল ও গ্রাফিক উপস্থাপন ইত্যাদি কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কিছু শিক্ষককে পুরস্কার স্বরূপ সম্মাননা স্বারক প্রধান করা হয়। মূল বক্তাকেও প্রতিষ্ঠান পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমাপ্তির আবেগঘন মুহূর্ত:
শিক্ষকগণের পক্ষ থেকে সম্মানিত অধ্যক্ষ স্যারকে একটি চমৎকার সম্মননা স্মারক প্রদান করা হয়, তার দৃষ্টিভঙ্গিসম্পন্ন নেতৃত্বের জন্য।
অনুষ্ঠানটি পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন ইংরেজি ভার্সনের প্রভাষক তাহসিনা তাবাসসুম।
গ্রুপ ফটোতে স্মরণীয় সমাপ্তি:
বাংলা ও ইংরেজি ভার্সনের সকল শিক্ষক, অধ্যক্ষ স্যার ও প্রশিক্ষকের সঙ্গে একত্র হয়ে গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন। যার মাধ্যমে সফল, শিক্ষণীয় এবং প্রেরণামূলক এক কর্মশালার শুভ পরিসমাপ্তি ঘটে।
তারিখ: ১১ মে ২০২৫
Photo Courtesy: JCPSC Photography
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com