Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
Reverse Osmosis Water Treatment Plant এর শুভ উদ্বোধন
Reverse Osmosis Water Treatment Plant এর শুভ উদ্বোধন

জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে Reverse Osmosis Water Treatment Plant এর শুভ উদ্বোধন

আসসালামু আলাইকুম,

২ জুন ২০২৫, সোমবার আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (বাংলা ও ইংলিশ ভার্সন), সহ আরও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০৩০ জন শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সদস্যদের বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিতকরণে স্থাপিত Reverse Osmosis Water Treatment Plant-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন স্টেশন কমান্ডার ও অত্র কলেজের মাননীয় গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা রাসেল আল রশিদ, জাহানাবাদ সেনানিবাসে কর্মরত সকল সামরিক অফিসারবৃন্দ, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের ধারা:

সকালবেলায় মাননীয় সভাপতি মহোদয় প্রথমে ইংলিশ ভার্সনের “গল্প কথন” পরিদর্শন করেন। শিক্ষার্থীদের উপস্থাপনায় সাজানো এই চমৎকার আয়োজনের প্রশংসা করেন তিনি। পরে ইংলিশ ভার্সনের অডিটোরিয়ামে এক শুভ উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এরপর কলেজের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা রাসেল আল রশিদ স্যার স্বাগত বক্তব্য প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে Water Treatment Plant-এর প্রেক্ষাপট, এর প্রযুক্তিগত গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন। এছাড়া তিনি বিগত এক বছরে কলেজের সার্বিক উন্নয়নচিত্র তুলে ধরেন—শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, সহশিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জনের বিশদ বিবরণ তুলে ধরেন।

সভাপতি মহোদয়ের বক্তব্য:

সমাপনী বক্তব্যে মাননীয় সভাপতি মহোদয় কলেজের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অধ্যক্ষ স্যার এবং সকল শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হও এবং মনোযোগ দিয়ে পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখো।” তিনি আরও উল্লেখ করেন, “একজন শিক্ষার্থী যেন কখনো শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো আচরণ না করে—এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”

শুভ উদ্বোধন ও সমাপ্তি:

বক্তব্য পর্ব শেষে মাননীয় সভাপতি মহোদয় Reverse Osmosis Water Treatment Plant পরিদর্শন করেন এবং ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

পরিশেষে, Water Treatment Plant টি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় ও সকলের উপকারে আসে, এই কামনায় একটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Photo Courtesy: JCPSC Photography Club, Khulna

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com