১২৬তম নজরুল জন্মবার্ষিকী উদযাপন- ২০২৫
জাহানাবাদ ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
আসসালামু আলাইকুম,
আজ শনিবার, ২৪ মে ২০২৫ তারিখে জাহানাবাদ ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
‘বিদ্রোহী কবি’র চেতনা ও সাহসিকতাকে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে তাঁর জীবনদর্শন, সাহিত্য ও সঙ্গীতকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল—
কবিতা আবৃত্তি প্রতিযোগিতা: শিক্ষার্থীরা কবির প্রলয়োল্লাস , মানুষ ও বিদ্রোহীসহ বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে তাঁর চিন্তা ও মননকে তুলে ধরে।
নজরুল গজল ও সংগীত পরিবেশনা: শিক্ষার্থীরা নজরুল রচিত গজল ও দেশাত্মবোধক গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে তোলে।
নজরুল বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা: “জাতীয় কবি শুধু কাব্যে নয়, সংগীতেই বেশি জনপ্রিয়” – এই বিষয়ের উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে চমৎকার এক বুদ্ধিদীপ্ত বিতর্ক অনুষ্ঠিত হয়।
রচনা প্রতিযোগিতা: “নজরুল কেনো বাংলাদেশের জাতীয় কবি” শীর্ষক রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কবির জীবন, সাহিত্য ও সংগ্রামময় ইতিহাস তুলে ধরে।
উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও চমৎকার পরিবেশনা অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে।
এই আয়োজনের মাধ্যমে আমরা জাতীয় কবির বহুমাত্রিক অবদানকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছি।
"নতুনের কেতন ওড়ে, কণ্ঠে আমার নবগান…" - নজরুলের এই আহ্বান আজও আমাদের পথ দেখায়।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com