আসসালামু আলাইকুম,
১৯৭১ সালের ২৬ মার্চ সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের মুক্তিকামী আপামর জনতা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালের ২১ শে নভেম্বর সশস্ত্র বাহিনীর সদস্যরা দখলদার বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ চালায়। শেষ পর্যন্ত এটি আমাদের বিজয়কে ত্বরান্বিত করে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জানাতে প্রতি বছর যথাযথ গুরুত্ব ও সম্মানের সাথে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।
এরই ধারাবাহিকতায় জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ যথাযোগ্য মর্যাদায় দিবসটিকে পালন করা হয়।
মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা আমাদের উন্নত ভবিষ্যতের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এ থেকে আমাদের শিক্ষা ও শপথ নিতে হবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো জাতীয় দুর্যোগ, সংকট বা জাতিগঠনের কাজে এই দিনটি আমাদের ১৯৭১ সালের মতো জাতির পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।
তারিখ: ২১ নভেম্বর ২০২৪
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com