Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
বিজয় দিবস ও নবীণ বরণ-২০২৪
বিজয় দিবস ও নবীণ বরণ-২০২৪

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার॥

এসো হে নবীন, বাজিয়ে সুরের লহরী উল্লসিত নব বীণ, আজ সুর মিলিয়ে গাইব সবে জয়যাত্রার গান,
আনন্দে আহ্লাদিত নব প্রাণ।

আজ বিজয়ের ৫৪ বছর পূর্ণ হল। আজকের এই আনন্দঘন মুহূর্তে বিজয়ের আনন্দে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (বাংলা ও ইংলিশ ভার্সন) জাহানাবাদ ,খুলনা একই সাথে নতুন প্রজন্মের ধারক এবং বাহক একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বরণ করে নিতে সমবেত হয়েছিল ।

আজকের দিনকে স্মরণীয় করে রাখার জন্য অনুষ্ঠানটিকে “'বিজয়ের আনন্দে নবীনের জাগরণ' নামকরণ করেছেন আমাদের সুপ্রিয় অধ্যক্ষ মহোদয়।  

আজকের অনুষ্ঠানের অন্যতম অংশ হিসেবে  এই প্রতিষ্ঠানের  অবকাঠামোমূলক উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য যারা অবদান রাখছেন সেই সকল বিশেষ ব্যক্তিত্বদের সম্মাননা দেয়া হয়েছে!

আরও ছিল গত এইচএসসি ব্যাচ ২০২৪ থেকে যারা  জিপিএ-৫ অর্জন করেছিল এবং ২০২৩ সালে যারা বিভিন্ন জায়গায় সম্মানের সাথে নিজেদের স্থান করে নিয়েছে তাদের সংবর্ধনা। এছিল যেন নবীন-প্রবীনের এক অতুলনীয় মিলনমেলা।

আজকের অনুষ্ঠানের শুরুতেই আমাদের নবীনদেরকে বরণ করে নেয় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা । এর অংশ হিসেবে তাদের হাতে ফুল এবং কলেজের যেই স্লোগানটির মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়, “We are the Best”, সেই স্লোগানটি খচিত একটি কলম যা শিক্ষার প্রতীক এবং একই সাথে ফুল; দুটির সংমিশ্রণে একটি উপহার তাদের হাতে তুলে দেয়া হয় ।

শ্রদ্ধেয় অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা রাসেল আল রশীদ, পিবিজিএম  স্বাগত বক্তব্য প্রদান করেন ।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত এবং বাংলা ও ইংরেজী অর্থসহ অনুবাদ করে দুইজন শিক্ষার্থী। একাদশ শ্রেণির দুজন নবীন শিক্ষার্থী সবার উদ্দেশ্যে তাদের মিনের অভিব্যক্তি তুলে ধরে যা সবার মন ছূঁয়ে যায়।

আজ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যশোর শিক্ষা বোর্ডের সম্মানিত পরিদর্শক জনাব ডঃ মোঃকামরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান উপদেশমালা তুলে ধরেন।

এরপর আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল ১৯৯৭১ এর বিজয়গাঁথায় আত্মাহুতি দেয়া এদেশের সোনালী সন্তানদের আত্মত্যাগ ও ২০২৪ এর জুলাইয়ের গনঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী। 

আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত চমৎকারভাবে নাটিকা, সমবেত সংগীত ও গীতি নৃত্যের মাধ্যমে এই শহীদদের আত্মত্যাগ, অর্জন এবং বিজয়গাঁথা ফুটিয়ে তোলে যা সবার হৃদয় ছূঁয়ে যায়।

এরপর কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মহোদয় এবং স্টেশন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন এএফডব্লিউসি ,পিএসসি ,সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার তুলে দেন 
ক্রমানুসারে:

১। সম্মানিত পরিদর্শক,  ডঃ মো: কামরুজ্জামান ,যশোর শিক্ষা বোর্ড ।

২। মোসামাৎ ফাতেমা আকতার, শিক্ষা অফিসার ফুলতলা উপজেলা 

৩। মুজাহিদুল ইসলাম ডেপুটি ম্যানেজার এবং এ্যাডমিন ইবনেসীনা ট্রাস্ট (প্রাক্তন শিক্ষার্থী) 

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অত্র এলাকায় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে, আমাদের এই অগ্রযাত্রার ধারাবাহিকতায় এই সকল ব্যক্তিত্বদের যথেষ্ট অবদান রয়েছে ।
পরিশেষে দেয়া হয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ।

প্রথমে ২০২৪ সালের এইচ এসসি পরীক্ষার্থী দের মধ্যে জিপিএ- ৫ প্রাপ্তদের, তারপর ২০২৩ ব্যাচের যে সকল শিক্ষার্থী নিজেদের যোগ্যতা অনুযায়ী স্হান করে নিয়েছে তাদের সংবর্ধনা ক্রেস্ট দেয়া হয় ।

সর্বশেষ পর্যায়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্যে নবীন-প্রবীন ভ্রাতৃত্ববোধ এবং শিক্ষা জীবনের গুরুত্বের উপর জোর গুরুত্ব আরোপ করেন ।

তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৪
 

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com