Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
প্রীতি ফুটবল ম্যাচ: শিক্ষক-কর্মচারি বনাম এসএসসি-২০২৫
প্রীতি ফুটবল ম্যাচ: শিক্ষক-কর্মচারি বনাম এসএসসি-২০২৫

আজ ১১ আগস্ট ২০২৫, সোমবার বিকালে খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এক আনন্দমুখর প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই বিশেষ ম্যাচে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক-কর্মচারী দল এবং এসএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা।

ম্যাচটির বিশেষ আকর্ষণ ছিল অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি মহোদয়ের সরাসরি অংশগ্রহণ। স্যারের  উপস্থিতি খেলোয়াড় ও দর্শকদের মাঝে বাড়িয়ে তোলে উৎসাহ ও আনন্দ।

খেলার শুরু থেকেই মাঠে ছিল উত্তেজনা ও প্রাণবন্ত পরিবেশ। শিক্ষক ও শিক্ষার্থীদের হাসি, উল্লাস ও খেলাধুলার মনোভাব এক অনন্য সৌহার্দ্যের চিত্র ফুটিয়ে তোলে। খেলার মাধ্যমে শুধু শারীরিক সুস্থতাই নয়, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কও আরও দৃঢ় হয়।

এমন আয়োজন নিঃসন্দেহে কলেজের সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমকে সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে। 

জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
"শিক্ষা, শৃঙ্খলা ও ক্রীড়া" আমাদের অঙ্গীকার।

Photo Courtesy: JCPSC Photography Club, Khulna

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com