আজ ১১ আগস্ট ২০২৫, সোমবার বিকালে খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এক আনন্দমুখর প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই বিশেষ ম্যাচে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক-কর্মচারী দল এবং এসএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা।
ম্যাচটির বিশেষ আকর্ষণ ছিল অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি মহোদয়ের সরাসরি অংশগ্রহণ। স্যারের উপস্থিতি খেলোয়াড় ও দর্শকদের মাঝে বাড়িয়ে তোলে উৎসাহ ও আনন্দ।
খেলার শুরু থেকেই মাঠে ছিল উত্তেজনা ও প্রাণবন্ত পরিবেশ। শিক্ষক ও শিক্ষার্থীদের হাসি, উল্লাস ও খেলাধুলার মনোভাব এক অনন্য সৌহার্দ্যের চিত্র ফুটিয়ে তোলে। খেলার মাধ্যমে শুধু শারীরিক সুস্থতাই নয়, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কও আরও দৃঢ় হয়।
এমন আয়োজন নিঃসন্দেহে কলেজের সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমকে সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে।
জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
"শিক্ষা, শৃঙ্খলা ও ক্রীড়া" আমাদের অঙ্গীকার।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com