Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
একাদশ শ্রেণির অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল।
একাদশ শ্রেণির অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল।

আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা এর একাদশ শ্রেণির অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ একটি সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ও জাহানাবাদ ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি।

সম্মানিত সভাপতি মহোদয়ের আগমনে কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি আন্তরিক অভ্যর্থনা জানান। এরপর প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেট দল চেয়ারম্যান মহোদয়কে আনুষ্ঠানিক সালাম প্রদান করে। তিনি অডিটোরিয়ামে প্রবেশ করার পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়, যা পরিবেশন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব মুন্সি। পরে অভিভাবকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান সম্মানিত চেয়ারম্যান ও অধ্যক্ষ মহোদয়কে।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সকল কর্মকাণ্ডে তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা পর্ব। সেখানে সভাপতি মহোদয়, অধ্যক্ষ স্যার ও শ্রেণি শিক্ষকবৃন্দ অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে অভিভাবক ও শিক্ষক মহলে পারস্পরিক বোঝাপড়া ও স্বচ্ছতার পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষাংশে সম্মানিত চেয়ারম্যান মহোদয় বার্ষিক পরীক্ষার বিজ্ঞান, মানবিক ও ব্যবশায় শিক্ষা শাখা থেকে  প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারি শিক্ষার্থীদের তাদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পুরষ্কৃত করেন এবং তার অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সব ক্ষেত্রে দৃঢ় সহযোগিতার আশ্বাস দেন।

সমাবেশ শেষে অভিভাবকদেরকে শিক্ষার্থীদের উত্তরপত্র দেখানো হয়, যাতে তারা তাদের সন্তানদের একাডেমিক পারফরম্যান্স ও অগ্রগতি সরাসরি মূল্যায়ন করতে পারেন।

Photo Courtesy: JCPSC Photography Club, Khulna

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com