"আসসালামু আলাইকুম,
শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে "প্রতিদিন বইমেলা প্রতিজনে একটি বই" এই স্লোগানকে ধারণ করে আলোঘর প্রকাশনা "দিশা" পরিচালিত একটি সামাজিক উদ্যোগে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে একদিন বা দুইদিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলা। এরই ধারাবাহিকতায় ০২ জুন ২০২৪ রবিবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ সেনানিবাস, খুলনা প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হয়। অত্র কলেজের বাংলা ও ইংরেজি ভার্সন এর প্রায় ১০০০ জন শিক্ষার্থী বইমেলায় অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীরা এই বইমেলা থেকে ২৫ - ৩০% পর্যন্ত ছাড়ে তাদের পছন্দের লেখকের বই ক্রয় করেন এবং পড়েন। এরকম ভ্রাম্যমান বইমেলার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভালো একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা প্রকাশ করি।
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com