খুলনা শহর থেকে খুলনা-যশোর মহাসড়ক ধরে পনের কিলোমিটার সামনে অগ্রসর হলেই হাতের ডানপাশে নজরে পড়বে জাহানাবাদ সেনানিবাস । সবুজ গাছ-পালায় সুশোভিত, ছায়া -সুনিবিড় আর পাখপাখালির কলতানে সদা মূখর এখানকার পরিবেশ। সেনানিবাসে অবস্থানরত সেনা সদস্য এবং স্থানীয় জনগণের সন্তানদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চত করার লক্ষ্যে ১৯৯৫ সালে বর্তমান কলেজ শাখা খোলা হয় । ১১ জন শিক্ষক নিয়ে কলেজটির যাত্রা শুরু হয় এবং ০৮ জানুয়ারি ১৯৯৬ সালে যশোর শিক্ষাবোর্ড থেকে একাডেমিক স্বীকৃতি লাভ করে । প্রতিষ্ঠিত হবার পর থেকেই এই প্রতিষ্ঠানের পাশের হার অত্যন্ত ভালো । ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত শিক্ষাবোর্ডে মোট ৬ জন শিক্ষার্থী সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করে । ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করে সেনাবাহিনী প্রধান এর ট্রফি অর্জন করার গৌরব লাভ করে । স্বনামধন্য এই প্রতিষ্ঠানে ২০১৬ সাল হতে কলেজ শাখার সাথে স্কুল শাখা চালু করা হয় ।
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com